Traffic Control Activities by DIU Air Rover Scouts

Activity Image

ডিআইইউ এয়ার রোভার স্কাউটস গ্রুপের ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রতিবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে ৭ আগস্ট ২০২৪ থেকে ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউটরা রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁরা ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন। প্রতিটি মোড়ে দাঁড়িয়ে রোভার স্কাউটরা লেন ভিত্তিক যানবাহন নিয়ন্ত্রণ করেছেন এবং রিকশা, মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার ও বাসের জন্য আলাদা লেন নির্ধারণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করেছেন।

একই সাথে, আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সৃষ্ট ভাঙচুর ও অগ্নিসংযোগে সড়কে জমে থাকা ইটপাটকেল ও আবর্জনা পরিষ্কার করেছেন। দেশের স্বার্থে তরুণদের এগিয়ে আসার ঐতিহ্য বাংলাদেশের ইতিহাসে নতুন নয়; এবারও তারা সেই উদাহরণ স্থাপন করেছেন। ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ফারহানা রহমানের সার্বিক দায়িত্বে পরিচালিত এই সেবা কার্যক্রমে এক সপ্তাহ ধরে প্রায় ৪২ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেছেন।

🔗সোশ্যাল মিডিয়ায় লিংকঃ

  1. বাংলাদেশ স্কাউটস: https://www.facebook.com/share/p/jviWmUfMi8corWYT/ 

  2. বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা এয়ার: https://www.facebook.com/share/8b81KLNYT6bndF7i/ 

  3. সময় নিউজ: https://www.facebook.com/share/v/qNaTZDbsTTvCp2fb/?mibextid=qi2Omg 

  4. Daffodil International University: https://www.facebook.com/share/p/kRDNbzcirTUNhyHU/