আয়কর মেলা ২০১১

News Image

স্থান: অফিসার্স ক্লাব, বেইলী রোড, ঢাকা।

তারিখ: ১৭-২২ সেপ্টেম্বর ২০১১

বিবরণ ঃ আয়কর প্রদানে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ রাজস্ব বোর্ড প্রতিবছর আয়কর মেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৭-২২ সেপ্টেম্বর তারিখে রাজধানীর বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে ০৭ দিন ব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়। মেলাটির পরিসর বৃদ্ধি পেয়ে এবার অফিসার্স চত্ত্বর, ১ম ও ২য় তলা জুড়ে বিস্তৃত ছিল। আয়কর মেলা ২০১১তে নতুন টি আই এন নাম্বার প্রদান, আয়কর গ্রহণ ও প্রদান সংক্রান্ত পরামর্শ অন্তর্ভূক্ত ছিল। আয়কর মেলা ২০১১ সফল করার জন্য রোভার স্কাউটদের অন্তর্ভূক্ত করা হয়। রোভার স্কাউটদের ৪টি অঞ্চল উক্ত মেলায় সেবা প্রদানে নিয়োজিত, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটি ইউনিট, এয়ার অঞ্চল, নৌ-অঞ্চল এবং রেলওয়ে অঞ্চল। এয়ার অঞ্চলের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার ইউনিটের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ এয়ার রোভার হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আতœপ্রকাশ এই মেলার মাধ্যমেই।

সেখানে যে চার জন এয়ার রোভার অংশগ্রহণ করেন তারা হলেন -

  1. অম্লান কিশোর মুন
  2. শাম্মী আক্তার
  3. সাদিয়া চৌধুরী
  4. শায়লা আফরোজ ঋতু।

উক্ত রোভারগণ আয়কর মেলা ২০১১ এ সর্বদা সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করেন যে, মেলাকে সার্বিকভাবে সাফলমন্ডিত করতে বিশেষ ভূমিকা রাখে।