Messenger of Peace (MOP)

স্থান ঃ মৌচাক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র

তারিখঃ ২১ নভেম্বর ২০১২

বিবরনঃ বাংলদেশ স্কাউটস এবারের ২৪তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্সের আয়োজক থাকায় সেই মোতাবেক ম্যাসেঞ্জার অব পিস বাংলাদেশের স্কাউটসের জাতীয় ট্রেনিং সেন্টার মৌচাক এ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সমাজ সেবা ও সমাজ উন্নয়নের মাধ্যমে আমরা পৃথিবী কে শান্তি প্রতিষ্ঠা করতে পারি তাই ছিল মূল বিষয়। এই চিন্তাকে সামনে রেখে ১২৫ জন রোভার স্কাউটরা প্ল্যানিং করে গ্র“পে ওয়ার্ক এবং অনলাইন রেজিষ্ট্রেশন করে। এই প্রোগ্রামে স্বাগতিক দেশ সহ প্রায় ২৪ টি দেশের রোভার স্কাউট অংশ গ্রহণ করেন। ডি.আই.ইউ থেকে ৫ জন রোভার ও ১ জন লিডার অংশগ্রহণ করে।

রোভার স্কাউটবৃন্দ হচ্ছেঃ-

  1. মোঃ হাসিবুর রহমান
  2. সোহেল ইবনে স্বাদ
  3. সৈয়দ জসিম উদ্দিন আহমেদ
  4. আরিফুল ইসলাম
  5. স্কাউটার ফারহানা রহমান সেতু

ইভেন্টের কোর্য়াডিনেটরঃ

  1. ইয়াসিডরো পি. ক্যাস্টিলো
  2. জনাব গোরান হেগার ডাল
  3. জনাব স্ত্রী গুসনি ফেবরিআসারী
  4. জনাব বেরটালড।