৭ম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট ইয়ুথ ফোরাম

স্থান -ব্রাক সি.ডি.এম সাভার

তারিখঃ- ১৭-২১ নভেম্বর ২০১২

বিবরনঃ এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্সের এবারের আয়োজক হলো বাংলাদেশ স্কাউটস ৭ম এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স স্কাউট ইয়ুথ ফোরাম অনুষ্ঠিত হয় ব্রাক সি.ডি.এম. সাভারে। ২৪টি দেশ থেকে ৭১ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করে। স্লোগান ছিল “ঝপড়ঁঃরহম ইৎরফমরহম ঃযব এধঢ়” নির্দিষ্ট কয়েকটি বিষয় নিয়ে গ্র“প ওয়ার্ক হয় এবং তার ভিত্তিতে সুপারিশমালা তৈরি করা হয়। ডি.আই.ইউ থেকে ২ জন রোভার ও ১ জন লিডার অংশগ্রহণ করে।

রোভার স্কাউটবৃন্দ হচ্ছেঃ-

১) মোঃ হাসিবুর রহমান

২) সোহেল ইবনে স্বাদ

৩) স্কাউটার ফারহানা রহমান সেতু (ণড়ঁঃয ঋড়ৎঁস ঝঃধভভ হিসেবে দায়িত্ব পালন করেন)

সম্মান্বিত অতিথিবৃন্দ মধ্যে ছিলেনঃ-

১) প্রধান অতিথি মোঃ আবুল কালাম আজাদ, মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

২) রাজালিংগম রামাসামি, ভাইস চ্যায়রম্যান, এ পি আর প্রোগ্রাম সাব কমিটি।

৩) মোঃ আব্দুল করিম, সভাপতি বাংলাদেশ স্কাউট।

৪) মেহেদি মোহাম্মদ জহির, চেয়ারম্যান, ইয়ুথ এডাল্ট মেম্বার গ্র“প।