পথ শিশুদের পাশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

এয়ার রোভার স্কাউট গ্র“প

স্থান ঃ গাবতলী, ঢাকা।

তারিখ ঃ ০৭ই নভেম্বর ২০১২

বিবরণ ঃ বাংলাদেশের স্কাউটস এর পরিচালনায় “টিকেট টু লাইফ” নামক প্রজেক্টে এর একটি এক দিন ব্যাপী ক্যাম্প অনুষ্ঠিত হয় ১০ নভেম্বর ২০১২ মতিঝিল আইডিয়াল স্কুলে। সেখানে বেশ কিছু মুক্ত পথ শিশু স্কাউট ইউনিট অংশগ্রহণ করেছিল । পথশিশু স্কাউটদের স্কাউটিং সুষ্ঠু ভা্েব যতে পরিচালনা হয় এর জন্য পথ শিশুদের মাঝে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ব্যাগ, নোট বই ,কলমসহ নানা উপহার সামগ্রী তুলে দেন রোভার স্কাউট লিডার ফারহানা রহমান সেতু, জনাব মোঃ আনোয়ার হাবিব কাজল ইউনিট লিডার ও সাইফুল ইসলাম খান, ইউনিট লিডার।

দিনব্যাপী কর্মশালায় পথ শিশুস্কাউটদের সাথে থেকে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে এবং সর্বপরি কর্মশালাটি সফল করার সমাপ্ত করার জন্য সাফল্যের সাথে বিশেষ ভূমিকা পালন করেছি। সর্বশেষে এ রকম সুবিধা বঞ্চিত পথ শিশুদের জন্য কিছু করতে পেরে ,সত্যিকার অর্থে গর্বিত বোধ হয়।