২য় দীক্ষা ক্যাম্প - ২০১

স্থান ঃ স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া, সাভার, ঢাকা।

তারিখঃ ১৮-২০শে অক্টোবর ২০১২

বিবরণ ঃ স্কাউটিং এর শুরু থেকেই প্রতিটা রোভার সহচর এই দিনটার জন্য অপেক্ষা করে অধীর আগ্রহের সাথে। অবশেষে অক্টোবর মাসের ১৮ থেকে ২০ তারিখ নির্ধারণ করা হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার গ্র“প এর ২য় ইউনিট ও ১ম গার্ল ইন রোভার ইউনিট এর দীক্ষা প্রদান করার কর্মশালার। দীক্ষা ক্যাম্প এর কিছু দিন আগে রোভার স্কাউট লিডার জনাবা ফারহানা রহমান সেতু দীক্ষা ক্যাম্প সম্পর্কে রোভারদের সার্বিক ধারণা দেন। ১৮ তারিখ খুব সকালে বিবিএ ক্যাম্পাস হতে সকলে রওনা হয। স্থায়ী ক্যাম্পাসে পৌছে রোভাররা প্রথমেই ৫টি পেট্রালে ভাগ হয়ে যায়। এবং যে যার তাবুতে পৌছে নিজেরা পরিদর্শনের জন্য প্রস্তুত হয়। ২য় দীক্ষা ক্যাম্পে ১৯জন ছেলে এবং ১০ জন মেয়ে দীক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল। রোভারা সকলে নিদের্শনা অনুযায়ী তাবু বাস করে।

এভাবে সারাদিন শেষে রোভারা আতœশুদ্ধির জন্য একত্রি হয়। আতœশুদ্ধির আলোচনায় ছিলেন জনাবা ফারহানা রহমান সেতু ও সিনিয়র রোভার মেট রফিকুল ইসলাম রনি। আতœশুদ্ধি শেষে রোভার স্কাউটরা ঘুমাতে যায়। এরপর দ্বিতীয় দিন ছিল হইকিং এবং দীক্ষা গ্রহণ শেষে তাবু জলসার প্রস্তুতি। হাইকিং শুরুর পূর্বে রোভার স্কাউট লিডার জনাবা ফারহানা রহমান সেতু হাইকিং এর উপর আলোচনা করেন । দুপুরে গোসল, নামাজ ও খাবার শেষে আমরা রোভার স্কাউটরা অভীষ্ঠ লক্ষ্যে পৌছে যায়। শুরু হয় দীক্ষা দান প্রস্তুতি। অতিথিরা আসলেন তারপর যতেœর সঙ্গে শেষ হল দীক্ষা দানের পালা এবং সেই সাথে রোভার সহচরেরা রুপান্তরিত হল রোভার স্কাউটে । এই সময় গুলোতে রোভার স্কাউটদের আনন্দের সীমা ছিলনা। তারপর রোভার স্কাউটরা বলল ’বারবার মনে পড়ছিল সহচর স্তরের স্মৃতি, মাত্র সেদিন আমরা যোগ দেই রোভার সহচর স্তরে আর আজ চোখের পলকে যেন ছয়টা মাস পেরিয়ে গেল এবং আমরা হলাম রোভার। হয়ত সেদিনও দূরে নয় যেদিন রোভারিং এর সর্বোচ্চ অর্জন প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড টিও পেয়ে যাব”। সন্ধে থেকেই আমেজ চলছিল তাবু জলসা নিয়ে। সকলকে চমকিত করে রোভার স্কাউটরা সকলের সামনে উপস্থিত হয় এক আর্কষনীয় তাবু জলসা নিয়ে। আমন্ত্রিত অতিথিরা সকলে বেশ প্রশংসা করেন পুরো আয়োজনের। এরপর সবশেষে একটি যাকজমক পূর্ণ সান্ধ্য ভোজনের মাধ্যমে শেষ হয় ২য় দীক্ষা ক্যাম্প অনুষ্ঠান। উক্ত দীক্ষা কর্মশালায় উপস্থিত অতিথিরা হলেন ঃ

  1. মোঃ সবুর খান, চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টিজ, ডি.আই.ইউ।
  2. গ্র“প ক্যাপ্টেন সৈয়দ শাকিল আলী।
  3. উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান।
  4. এমিরেটাস প্রফেসর ড. আমিনুল ইসলাম।
  5. রেজিষ্ট্রার সহ আমন্ত্রিত অনেক অতিথিরা।