আয়কর মেলা ২০১২

স্থান ঃ অফিসার্স ক্লাব, বেইলী রোড, ঢাকা।

তারিখ ঃ ১৭-২২ সেপ্টেম্বর ২০১২

বিবরণ ঃ আয়কর প্রদানে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ রাজস্ব বোর্ড প্রতিবছর আয়কর মেলার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৭-২২ সেপ্টেম্বর তারিখে রাজধানীর বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে ০৭ দিন ব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়।

মেলাটির পরিসর বৃদ্ধি পেয়ে এবার অফিসার্স চত্ত্বর, ১ম ও ২য় তলা জুড়ে বিস্তৃত ছিল। আয়কর মেলা ২০১২ তে নতুন টি আই এন নাম্বার প্রদান, আয়কর গ্রহণ ও প্রদান সংক্রান্ত পরামর্শ অন্তর্ভূক্ত ছিল। আয়কর মেলা ২০১২ সফল করার জন্য রোভার স্কাউটদের অন্তর্ভূক্ত করা হয়। রোভার স্কাউটদের ৪টি অঞ্চল উক্ত মেলায় সেবা প্রদানে নিয়োজিত, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটি ইউনিট, এয়ার অঞ্চল, নৌ-অঞ্চল এবং রেলওয়ে অঞ্চল।

এয়ার অঞ্চলের মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার ইউনিটের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । যেখানে যে সাতজন এয়ার রোভার অংশগ্রহণ করেন। তারা হলেন -

  1. সৈয়দ জসিম উদ্দিন আহমেদ
  2. মোঃ হাসিবুর রহমান
  3. মেজবাউল ইসলাম শাকিল
  4. সাদিয়া চৌধুরী
  5. শায়লা আফরোজ ঋতু।
  6. সোহেল ইবনে স্বাদ্

উক্ত রোভারগণ আয়কর মেলা ২০১২ এ সর্বদা সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করেন যে, মেলাকে সার্বিকভাবে সাফলমন্ডিত করতে বিশেষ ভূমিকা রাখে।