গণসচেতনতার জন্য র‌্যালী ২০১২

স্থান ঃ ডি.আই.ইউ বিবিধ ক্যাম্পাস হতে মেইন ক্যাম্পাস, শুক্রাবাদ পর্যন্ত।

তারিখ ঃ ০৬ আগস্ট, ২০১২ইং

বিবরণ ঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোভার ও রোভার সহচরগণ ৬ই আগস্ট ২০১২ তারিখে একটি গণসচেতনতা মূলক র‌্যালীর আয়োজন করে। এই র‌্যালীর বিষয় ছিল ‘‘সবার জন্য নিরাপদ সড়ক”। রোভার স্কাউটরা প্লাকার্ড ব্যানার সহ ডি.আই.ইউ বিবিধ ক্যাম্পাস হতে শুক্রাবাদ মেইন ক্যাম্পাস পর্যন্ত র‌্যালী করে এবং পথচারীদের ফুট ওভারব্রীজ ব্যবহার করার জন্য এবং রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং দেখে চলতে এবং ফুটপাথ ধরে হাটার জন্য সচেতন করে।

ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনভার্সিটির ১৯ জন রোভার স্কাউট ও ৫০জন রোভার সহচর অংশগ্রহন করে ।

উক্ত অনুষ্ঠানে সার্বিক ভাবে সহযোগীতা (রোভার স্কাউট লিডার) করেন ঃ

  1. জনাব মোহাম্মদ ইমরান হোসেন
  2. জনাব আনোয়ার হাবীব কাজল
  3. জনাবা ফারহানা রহমান সেতু