ডে-ক্যাম্প ২০১২

স্থান বি.এ.এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা।

তারিখ ২১জুলাই ২০১২ইং

বিবরণ ঃ ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটির ১৯ জন রোভার স্কাউট ও ৫০জন রোভার সহচরকে নিয়ে ২১ জুলাই বি.এ.এফ শাহীন কলেজ, তেজগাঁও এ একটি একদিনের ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই এক দিনের ক্যাম্প রোভার সহচর গণকে ড্যাফোডিল ইন্টা: ইউনিভার্সিটি এয়ার রোভারগন জনাবা ফারহানা রহমান সেতু, এর সহযোগীতায় চারটি পেট্রোল-এ ভাগ করে দেন । তার পর রোভারদের রোভারিং এর বিভিন্ন প্রকার প্রাথমিক প্রতিবিধান, পাইওনিয়ানিং এর কাজ, বৃক্ষ রোপন, তাবু বাস, স্কাউট আইন, প্রতিজ্ঞা, মধ্যে হাইকিং ইত্যাদি সম্পর্কে ক্ষুদ্র পরিসারে ধারনা প্রদান ও ব্যবহারিক করানো হয়। সর্বশেষে রোভার গণকে মুক্তিযুদ্ধ যাদুঘর ও বেস বাসার পরিদর্শনে নেওয়া হয়।

উক্ত ক্যাম্পে অংশগ্রহন কারী বিশিষ্ট ব্যাক্তিবর্গ:

  1. জনাব গ্র“প ক্যাপ্টেন সৈয়দ শাকিল আলি,
  2. জনাব ফ্লাইট লেঃ মুমিত চৌধুরী
  3. জনাব আনোয়ার হাবিব কাজল
  4. জনাবা ফারহানা রহমান সেতু