রোভার স্কাউট প্রোগ্রাম ওয়ার্কশপ

স্থান ঃ বি.এ. এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকা।

তারিখ ঃ ১লা মে ২০১২

বিবরনঃ বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা এয়ার, রোভার স্কাউট প্রোগ্রামে ওয়ার্কশপ আয়োজন করে রোভার স্কাউটদের জন্য দিন ব্যাপি এই ওয়ার্কশপ রোভার স্কাউট প্রোগ্রামে সকল বিষয় যেমনঃ- দক্ষতা কাজ, পারদর্শিতা কাজ ইত্যাদি নিয়ে আলোচনা ও গ্র“প ওয়ার্ক করা হয়। মূলত উদ্দেশ্য ছিল নতুন রোভার স্কাউট প্রোগ্রাম টি সকল রোভার স্কাউটদের মাঝে তুলে ধরা ও বুঝিয়ে দেওয়া কোন

স্তরে কোন কাজ অর্জন করতে হবে কিভাবে অর্জন করতে হবে ইত্যাদি। এই ওর্য়াকশপে প্রশিক্ষকরা খুবই সূচারু রূপে তা বুঝিয়ে দিয়েছে রোভার স্কাউট প্রোগ্রাম । এই রাভার স্কাউট প্রোগ্রামে ওয়ার্কশপ এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার গ্র“প থেকে ১৯ জন রোভার অংশগ্রহণ করে ।

উক্ত ক্যাম্পে অংশগ্রহন কারী বিশিষ্ট ব্যাক্তিবর্গ ঃ

  1. জনাব ফ্লাইট লেঃ মুমিত চৌধুরী
  2. জনাব ফারহানা রহমান সেতু