তৃতীয় কনভোকেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

তৃতীয় কনভোকেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

স্থান : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

তারিখ : রবিবার, ২৬শে ফেব্র“য়ারী, ২০১২ইং

বিবরণ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার গ্র“প এর প্রতিষ্ঠাকাল হতে আমরা রোভাররা বিভিন্ন সেবা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। অঞ্চলের মধ্যে তৃতীয় কনভোকেশন অনুষ্ঠানে রোভারদেও কার্যক্রম ছিল খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনুষ্ঠানটি রোজ রবিবার ২৬ শে ফেব্র“য়ারী ২০১২ইং তারিকে অনুষ্ঠিত হয়। ঢাকার স্বনামধন্য আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। কিন্তু রোভাররা সেখানে একদিন পূর্বেই সকল প্রকার প্রস্তুতি মূলক কাজ গুলো অত্যন্ত্য নিয়ম শৃঙ্খলার মাধ্যমে করে যাতে করে মূল অনুষ্ঠানের দিন কোন প্রকার সমস্যা না তৈরি হয়। তারপর এল সেই অভীক্ষ দীন দিন ২৬ শে ফেব্র“য়ারি আমরা রোভাররা যথা সময়ে সম্মেলন কেন্দ্রে আগমন নিশ্চিত কওে, যে যার নির্দিষ্ট সথানে (পূর্বে ভাগ করা স্থানে) ভাগ হয়ে যাই। হল ঘরে যখন সকল আমন্ত্রিত অতিথিরা আসছিল তখন রোভাররা তাদের নির্ধারিত আসনগুলোয় বসতে সাহায্য করছিল এবং সকলে যেন তাদের নির্ধারিত আসনে বসতে পারে সে দিকে বিশেষ সর্তকতার সাথে লক্ষ রেখেছিল।

এরপর সকলকে মধাহ্ন ভোজন নির্দিষ্ট স্থান হতে গ্রহন করতেও সহায্য করেছে। এরপর যখন ছবি তোলার পর্ব ও মজার খেলা গুলো চলছিল রোভাররা তখন ও অত্যন্ত সতর্কতার সাতে সবকিছু তত্ত্বাবধান করেছে। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান যা সকল অতিথিদের সাথে রোভাররা উপভোগ করে।

এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই তৃতীয় কনভোকেশান সমাপ্ত হল।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যান স্যার ও অন্যান্য ভারপ্রাপ্ত কর্মকর্তাগন বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। ঠিক ঐ মূহুত্ব টির জন্য রোভারদের এত আনন্দ অনুভব হচ্ছিল যে বারবার রোভারিং এ যোগদানের দিবস টিকে মনেমনে স্মরন করছিল এবং রোভাররা কৃতজ্ঞতা জানায় আল্লাহ্ তায়ালার উপর যিনি এরূপ একটি মহৎ কর্মকান্ডের সাথে জড়িত হওয়ার সৌভাগ্য প্রদান করেছেন।

যে সকল এরায় রোভার ও লিডারগন সহযোগীতায় ছিলেন :