১০ম প্রতিষ্ঠা বার্ষিকী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

স্থানঃ স্থায়ী ক্যাম্পাস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আশুলিয়া, সাভার, ঢাকা।

তারিখ ঃ ০৪ ফেব্র“য়ারী, ২০১২ইং

বিবরণ ঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হয় ২০০২ সালে। তৎকালীন সময় থেকে অদ্যাবধী পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে এই বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। শিক্ষা প্রদানে গুনগতমান ও পরিবেশের কারণে জাতীয় ও আন্তর্জাতিক মহলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৯০০০ এর অধিক শিক্ষার্থী ২৭টি বিভাগে পড়াশোনা করছে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান পর থেকে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় গত ফেব্র“য়ারী মাসে ড্যাফোডিল ইন্টাঃ ইউনিভার্সিটির ২০ একর জমির উপর অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে অত্যন্ত যাকজমক ভাবে উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এয়ার রোভার ইউনিটের সকল রোভার অংশগ্রহন করে। এসময় প্রধান অতিথিকে পাঁচ সদস্যের চৌকস দল বাদ্যযন্ত্রের তালে “গার্ড অব অনার” প্রদান করে।

দিনব্যাপী অনুষ্ঠানকে সহযোগীতা প্রদানের মাধ্যমে এয়ার রোভাররা গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাছাড়া অতিথিদের নিরাপত্তা প্রদানেও বিশেষভাবে ভূমিকা রাখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এয়ার রোভার ইউনিটের সকল রোভারগণ।

যে সকল রোভার এই অনুষ্ঠানে সেবাদান করে তারা হলো ঃ

  1. মোঃ হাসিবুর রহমান
  2. সৈয়দ জসিম উদ্দিন আহমেদ
  3. অনিরুদ্ধ সরকার
  4. মেহেদী হাসান
  5. মিনারুল ইসলাম
  6. বিবেক উন নবী
  7. আল-আমীন হোসাইন
  8. সোহেল ইবনে স্বাদ্
  9. আব্দুর রহিম,
  10. আকন্দ
  11. আরিফুল ইসলাম
  12. সুব্রত সাহা মিঠুন
  13. এস.এম. সালাহউদ্দিন মোরসালিন
  14. মেজবাউল ইসলাম শাকিল
  15. এস.এম শাহ্জালাল
  16. এ.এন.এম ইমরোজ আহসান
  17. আলফে সানি শুভ
  18. রনি
  19. মোঃ মোস্তফা কামাল