২য় চাঁদপুর জেলা স্কাউট সমাবেশ ২০১২

স্থান ঃ চাঁদপুর স্টেডিয়াম

তারিখ ঃ ১৯-২৩ জানুয়ারী ২০১২

বিবরণ ঃ “ডিজিটাল বাংলাদেশ তৈরিীতে স্কাউটের ভূমিকা” এ স্লোগানকে ধারণ করে গত ১৯-২৩ জানুয়ারী চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ২য় চাঁদপুর স্কাউট সমাবেশ ২০১২ এবারের সমাবেশে চাঁদপুর ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ৮১টি স্কুল ও মাদ্রাসা থেকে প্রায় ৮০০ স্কাউট এ সমাবেশে অংশগ্রহণ করে। স্কাউট সদস্যদের আই.টি.সম্পর্কে জ্ঞান প্রদান ও পরিচিতির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের উদ্যোগে।

“ওঈঞ ভড়ৎ ইধহমষধফবংয ধহফ নব ধ ফরমরঃধষ ংপড়ঁঃ” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় স্কাউটদের ইন্টারনেট ব্যবহার, কম্পিউটারের উপর প্রাথমিক জ্ঞান, তথ্য প্রযুক্তির আধুনিকায়ন এর উপরে সম্মুখ ধারণা প্রদান করা হয়। যা স্কাউটদের পরবর্তীতে প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে উঠতে সাহায্য করবে। উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ এ সেবক ও চিকিৎসক ডাঃ আর ওয়াদুদ টিপু। উক্ত কর্মশালায় প্রত্যক্ষভাবে যে সকল এয়ার রোভার সহযোগীতার করেন, তাদের নাম নিম্নরূপ-

  1. অম্লান কিশোর মুন
  2. মোঃ আরিফুল ইসলাম
  3. মোঃ হাসিবুর রহমান
  4. সৈয়দ জসিম উদ্দিন আহমেদ

এ সময় স্কাউটদের সময়ের সাথে তাল মিলিয়ে ডিজিটাল বাংলাদেশের সঙ্গে এগিয়ে চলার উপযোগী করার লক্ষ্যে পরামর্শ দেয়া হয়। দারুণ উপভোগ্য এ কর্মশালায় স্কাউটদেরকে এ প্রযুক্তি নতুন আবিস্কারের প্রতি উৎসাহিত করে।