প্রথম দীক্ষা ক্যাম্প-২০১২

স্থান ঃ ডি.আই.ইউ স্থায়ী ক্যাম্পাস, আশুলিয়া, সাভার, ঢাকা।

তারিখ ঃ ১১-১৪ জানুয়ারী ২০১২।

বিবরণ ঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কাউটিং কার্যক্রম শুরু হয় প্রায় ২০১১সালের মার্চ অথবা এপ্রিল মাসে এবং সেই তখন থেকে প্রায় আট নয় মাস রোভাররা রোভার সহচর হিসেবে নিয়মিত ক্রু-মিটিং করতে থাকে। অবশেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার গ্র“প এর প্রথম ইউনিট এর আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে দীক্ষা ক্যাম্প ১৯শে জানুয়ারী ২০১২ইং হতে ১৪ই জানুয়ারী ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় সম্পূর্ণ হয়।

দীক্ষা ক্যাম্প পুরো চারটি দিনই বিভক্ত ছিল বিভিন্ন স্কাউটিং কার্যক্রম দ্বারা। প্রতিটি কার্যক্রমই ছিল অস্তা আনন্দ দায় কি, কিছু দুরহ কার্যক্রমও ছিল তারপরও সবগুলোই কার্যক্রমেই আমরা বেশ রোমাঞ্চিত হই। সর্বমোট ১৯জন সহচর এই অনুষ্ঠানে দীক্ষা প্রাপ্ত হয়। রোভার ১৯জন

ছাড়াও টাইগার শার্ক মুক্ত এয়ার রোভার স্কাউট ইউনিট এর কিছু সিনিয়র রোভার মেট যেমনঃ- শাওন, বাপ্পী, রাজন, রাব্বি এবং রোভার মেট মূসা, মামুন,স্বাক্ষর, ও ফাইজুল উপস্থিত থেকে রোভাররা সার্বক্ষনিক সকল স্কাউটিং কার্যক্রমের প্রাথমিক ধারণা দেন এবং তা হাতে কলমে

রোভাদের শিখিয়েও দেয়। এছাড়াও পুরো ইউনিটকে চারটি পেট্রোল এ-বিভক্ত করা হয়।

 

আমাদের এই দীক্ষা অনুষ্ঠানে বেশ কিছু সম্মনিত অতিথি কৃন্দ উপস্থিত হয়েছিলেন। তারা হলেনঃ

  1. মোঃ সবুর খান, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাাস্টিজ, ডিআইইউ।
  2. ২ . প্রফেসর ড. এম. লুৎফর রহমান, উপাচার্য ও কর্মশালা প্রধান।
  3. ৩. প্রফেসর ড. আমিনুল ইসলাম, এমিরেটাস প্রফেসর ।
  4. ৪. প্রফেসর মোঃ রিয়াজুল ইসলাম বসুনিয়া (ফরমার ডেপুটি ন্যাশনাল কমিশনার) বা: কাউ:।
  5. ৫. স্কোয়াড্রন লিডার হোসাইন মোঃ রাজীব, যুগ্ন সম্পাদক বাংলাদেশ স্কাউটস
  6. ৬. মোঃ ইমরান হোসেন, গ্র“প লিডার , ডিআইইউ এয়ার রোভার গ্র“প।
  7. ৭. মোঃ জিয়াউল হক সুমন, গ্র“প সম্পাদক।
  8. ৮. শেখ আরিফুর রহমান রাজু, ঢাকা, এয়ার রিজিওন।
  9. ৯. মোঃ রফিকুল ইসলাম রনি , এস.আর.এম

যে সকল রোভার এই অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষা গ্রহণ করেন তারা হলেন ঃ

  1. মোঃ হাসিবুর রহমান
  2. সৈয়দ জসিম উদ্দিন আহমেদ
  3. অনিরুদ্ধ সরকার
  4. মেহেদী হাসান
  5. মিনারুল ইসলাম
  6. বিবেক উন নবী
  7. আল-আমীন হোসাইন
  8. সোহেল ইবনে স্বাদ্
  9. আব্দুর রহিম
  10. আকন্দ
  11. আরিফুল ইসলাম
  12. সুব্রত সাহা মিঠুন
  13. এস.এম. সালাহউদ্দিন মোরসালিন
  14. মেজবাউল ইসলাম শাকিল
  15. এস.এম শাহ্জালাল
  16. এ.এন.এম ইমরোজ আহসান
  17. আলফে সানি শুভ
  18. রনি
  19. মোঃ মোস্তফা কামাল।