ইন্টারন্যাশনাল কনফারেন্স অব টারশিয়ারী এডুকেশন ২০১৩ এ অংশগ্রহন

News Image

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব টারশিয়ারী এডুকেশন ২০১৩ এ অংশগ্রহন

স্থান ঃ ডি.আই.ইউ অডিটোরিয়াম, সোবহানবাগ, ঢাকা।

তারিখ ঃ ১৯-২১ শে জানুয়ারী ২০১৩ইং

বিবরণ ঃ টারশিয়ারী এডুকেশন এর উপর একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স গত ১৯ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় যার আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিভিন্ন দেশ থেকে প্রায় ১২জন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কনফারেন্সে অংশগ্রহন করে। । ডি.আই.ইউ এয়ার রোভার স্কাউট গ্র“প এর ১০জন রোভার স্কাউট এই অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা ও শৃংঙ্খলা রক্ষার জন্য সফল ভাবে কাজ করেন। অংশগ্রহনকারী রোভারদের নামঃ

  1. আরিফুজ্জামান প্রধান
  2. তুহিন শুভ্র দাস
  3. নাসরীন নাহার তারিন
  4. মাহামুদুল হাসান উজ্জল
  5. মাহাবুবা ইয়াসমিন সুমি
  6. আনোয়ারা খাতুন মুক্তা
  7. মাসুদ রানা
  8. সোহাগ বিশ্বাস
  9. তরিকুল ইসলাম
  10. মুতাস্সিম বিল্লাহ্